Ajker Patrika

তোমরা ভাঙবে অনিয়ম-দুর্নীতি

আব্দুর রাজ্জাক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
তোমরা ভাঙবে অনিয়ম-দুর্নীতি

আমাদের কোমলমতি ছেলেরা সড়কে বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছে। সড়কের দুর্ঘটনাজনিত কারণে তাদের সহপাঠীরা নিহত হচ্ছে, স্কুল-কলেজের মেয়েরা বাসের সহকারী বা চালকদের দ্বারা অপমানিত হচ্ছে। এই সব অনিয়মের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নেমেছে।

চালকেরা যথারীতি গ্রেপ্তার হয়েছেন। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, শাস্তি হবে দুর্ঘটনার রূপ বিশ্লেষণ করে। ছাত্ররা আরও দাবি করল, তাদের অর্ধেক ভাড়া নিতে হবে। ঢাকা শহরে তাদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়া হলো। ছাত্ররা তাদের দাবির পরিধি বিস্তৃত করল, সারা দেশের ছাত্রদের অর্ধেক ভাড়া নিতে হবে। এই দাবির একপর্যায়ে তথ্যমন্ত্রী বাসমালিকদের এই দাবিও মেনে নেওয়ার অনুরোধ করলেন।

সহজেই অনুমেয়, ছাত্ররা যেসব যৌক্তিক দাবির আন্দোলন-সংগ্রাম করে, সেসব দাবি আদায় হয়। ছাত্রজীবনের সত্তর দশকের শেষে, আশির দশকের প্রথম দিকে অনেকের সঙ্গে আমিও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। ন্যায্য দাবির প্রতি সচেতন নাগরিকদের মৌন সমর্থন থাকে বলে এসব দাবি সহজেই আদায় হয়।

আমাদের এই স্কুল-কলেজপড়ুয়া ছাত্ররা খুবই সচেতন। তারা তাদের নিজেদের দাবি বোঝে, ন্যায্যতা আর আদায়ের কৌশল বোঝে।

এসব ছাত্র কয়েক দিন যাবৎ সব ধরনের যানবাহনের লাইসেন্স, সড়কে চলাচলের অনুমোদন সনদ, চালকদের লাইসেন্স ইত্যাদি পরীক্ষা করছে। যদি অনিয়ম পায় সেই সব গাড়ি আটকে পুলিশের হাতে সোপর্দ করছে। খুব ভালো, জীবনের প্রথম থেকেই পুলিশি ও পরিদর্শী কাজে নিজেদের মধ্যে একটু অভিজ্ঞতা সঞ্চয় করছে। ভবিষ্যৎ জীবনে কাজে দেবে।

এই ছাত্রদের কাছে আমার একটি নিবেদন, তোমাদের শ্রেণিকক্ষে যেসব শিক্ষক মহোদয় পাঠদান করেন, তাঁরা কি ঠিকমতো পাঠদান করেন? তা কি তোমরা বুঝতে পারো? যদি ঠিকমতো পাঠদান করেন, তাহলে তোমরা এসব শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাও কেন? এখন দেখি প্রায় প্রত্যেক শিক্ষকই বাড়িতে কোচিং সেন্টার করেন। স্কুলের পড়াটা ওখানে অনেক টাকার বিনিময়ে পণ্য বিক্রির মতো পড়ান। তোমরাই স্কুলের পরিবর্তে বাবা-মায়ের টাকা নিয়ে, ওই সব জায়গায় ভর্তি হয়ে প্রাইভেট পড়ো। এসব অনিয়মের বিরুদ্ধে তোমরা কোনো প্রতিবাদ করোনি কেন?

তোমরা যেভাবে সড়ক পরিবহনের বিভিন্ন লাইসেন্স চেকিংসহ অন্যান্য বিষয় পরিদর্শন করছো, আমার মনে হয় তোমরা ন্যায়-অন্যায়, ঠিক-বেঠিক, স্বচ্ছ-অস্বচ্ছ, তার পরিমাপ জানো।

এখন দেখো তোমাদের বাবা-মা, বড় ভাই, অর্থাৎ তোমাদের অভিভাবকেরা কীভাবে উপার্জন করেন, মাসে কত টাকা তাঁদের বেতন, কত টাকা তোমাদের সংসারের পেছনে ব্যয় হয়, কত টাকা তোমাদের বাসাভাড়া। এই সব ছাড়াও তোমাদের পরিবারের কর্তৃপক্ষ কত সম্পদ করেছেন, এই সব সম্পদ কোত্থেকে এল, তাঁরা কত টাকা আয় করেন, আর তোমাদের লেখাপড়ার পেছনে, সংসারের পেছনে কত টাকা ব্যয় করেন। পেশা ব্যবসা হলে জানতে চাও কত টাকা আয়কর-ভ্যাট ও কাস্টমস ডিউটি ফাঁকি দেন। তোমাদের ব্যবসায় যেসব শ্রমিক কাজ করেন, তাঁদের পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয় কি না। অভিভাবকদের কাছে এসবের হিসাব চাও। যদি দেখো তোমাদের পরিবারের কর্তাব্যক্তিরা হিসাব দিতে পারছেন না, তাহলে মনে করবে তাঁরা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। নিজেদের ঘর থেকে তোমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম শুরু করো। তোমাদের এই সাহসী উদ্যোগী ভূমিকা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতিকে রুখতে পারে।

যদি তোমরা সূচনা করতে পারো এই উদ্যোগের, তাহলে দেশের সাধারণ-সৎমানুষ তোমাদের পাশে থাকবে। এই জাতি সারা জীবন তোমাদের স্মরণ রাখবে। আমাদের এই দেশ দুর্নীতির কলঙ্কমুক্ত হবে।

আর যদি শুধু সড়কের অনিয়মের জন্য আন্দোলন করে নিজেদের স্বার্থ আদায় করো, তাহলে তোমাদের দিয়ে সুস্থ-দুর্নীতিমুক্ত সমাজ গড়া হবে না। তোমরা ভেঙে দিতে না পারলে এই সমাজের সব অনিয়ম, দুর্নীতি, অবিচার, অব্যবস্থাপনা। এ সমাজ এ রকমই চলতে থাকবে।

আব্দুর রাজ্জাক, প্রকৌশলী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত