দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
এক যুগেও মেরামত করা হয়নি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর উচ্চবিদ্যালয় থেকে চৌমুহনী (চাটুলি ব্রিজ) পর্যন্ত ৮০০ মিটারের সড়কটি। বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়।
এলজিআরডি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানী ইউনিয়নের সাহারপাড় সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী উপজেলার মুরাদনগরে গিয়ে শেষ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সূর্যপুর উচ্চবিদ্যালয়, মাদ্রাসা-মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠানে এ সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু ১২ বছরেও সড়কটির সংস্কার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, এ সড়কে প্রতিদিন প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু ১২ বছরেও সড়কটি সংস্কার করা হয়নি।
ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন বলেন, সূর্যপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহু কষ্টে হেঁটে স্কুলে যাওয়া-আসা করে। ১২ বছরেরও কেউ এ সড়কে কেউ এক কোদাল মাটিও ফেলেনি।
উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ওয়াদুধ বলেন, ৮০০ মিটারের সড়কটি মেরামতের জন্য ৪১ লাখ ৪১ হাজার ১৪৩ টাকার বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী ২০-২১ তারিখ ঢাকা থেকে গ্রামীণ সড়ক মেরামত অনুমোদন টিম পরিদর্শনে আসবেন। বরাদ্দ পেলে দ্রুত সড়কটির মেরামতের কাজ শুরু হবে।
এক যুগেও মেরামত করা হয়নি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর উচ্চবিদ্যালয় থেকে চৌমুহনী (চাটুলি ব্রিজ) পর্যন্ত ৮০০ মিটারের সড়কটি। বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়।
এলজিআরডি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভানী ইউনিয়নের সাহারপাড় সিএনজি স্টেশন থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী উপজেলার মুরাদনগরে গিয়ে শেষ হয়েছে। যোগাযোগের ক্ষেত্রে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সূর্যপুর উচ্চবিদ্যালয়, মাদ্রাসা-মসজিদ, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ হাটবাজার, ব্যবসাপ্রতিষ্ঠানে এ সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু ১২ বছরেও সড়কটির সংস্কার করা হয়নি।
স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, এ সড়কে প্রতিদিন প্রায় ১০ গ্রামের মানুষ চলাচল করেন। কিন্তু ১২ বছরেও সড়কটি সংস্কার করা হয়নি।
ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাজী জালাল উদ্দিন বলেন, সূর্যপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বহু কষ্টে হেঁটে স্কুলে যাওয়া-আসা করে। ১২ বছরেরও কেউ এ সড়কে কেউ এক কোদাল মাটিও ফেলেনি।
উপজেলা উপসহকারী প্রকৌশলী মো. ওয়াদুধ বলেন, ৮০০ মিটারের সড়কটি মেরামতের জন্য ৪১ লাখ ৪১ হাজার ১৪৩ টাকার বরাদ্দের আবেদন করা হয়েছে। আগামী ২০-২১ তারিখ ঢাকা থেকে গ্রামীণ সড়ক মেরামত অনুমোদন টিম পরিদর্শনে আসবেন। বরাদ্দ পেলে দ্রুত সড়কটির মেরামতের কাজ শুরু হবে।
এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১ দিন আগেস্বাধীনতার পর থেকে রাষ্ট্র পরিচালনায় যে দল বা জোট এসেছে, তারা কেউই জনগণের স্বার্থ বিবেচনায় নেয়নি। এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত এমনভাবে দলীয়করণ করা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় কর্মকর্তা বা কর্মচারীরা জনগণের শাসক ও শোষকে পরিণত হয়েছেন। নতুন
১ দিন আগেবৈষম্যবিরোধী সফল ছাত্র গণ-অভ্যুত্থানের তিন মাস অতিক্রান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারেরও তিন মাস পূর্ণ হলো। এ কথা ঠিক, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল মূলত মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর বেদনার বহিঃপ্রকাশ। তবে কেউ কেউ বলার চেষ্টা করেন, এটা দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল। তাঁরা বলার চেষ্টা করেন, আন্দো
১ দিন আগেআবদুল বারেক সরকার ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের একজন পিয়ন ছিলেন। কিন্তু ২০১৫ সালে অবসরে গিয়েও এই অফিসের কাজ নিয়ন্ত্রণ করতেন ৫ আগস্ট পর্যন্ত। তিনি হয়েছেন ২০০ কোটি টাকার মালিক! কীভাবে হলেন? তিনি কি আলাদিনের চেরাগ পেয়েছিলেন?
১ দিন আগে