আজকের পত্রিকা ডেস্ক
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ওই সব জেলার। সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ডুবে এবং ভেঙে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগব্যবস্থা।
অনেক জায়গায় নেই বিদ্যুৎও। শেরপুরের নালিতাবাড়ীতে ঢলের পানিতে নিখোঁজ দুই ভাইয়ের লাশ মিলেছে ধানখেতে। এদিকে বেশ কিছু স্থানে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া কয়েকটি বসতবাড়ি ও স্থাপনা নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।
ময়মনসিংহে পানিবন্দী দেড় লক্ষাধিক মানুষ
হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ২১ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় লক্ষাধিক মানুষ। এসব উপজেলায় নেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক।
গতকাল রোববার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানিয়েছেন, অতিবৃষ্টিতে জেলাজুড়ে মৎস্য খাতে ৫০ কোটি ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে এখন নারী-শিশুসহ দেড় হাজারের বেশি মানুষ রয়েছে।
এদিকে ধোবাউড়ায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া নেতাই নদের আশপাশের এলাকায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পানিবন্দী অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে।
ফুলপুর উপজেলার ছনধরা, রামভদ্রপুর, সিংহেশ্বর, ফুলপুর ইউনিয়নের অধিকাংশ ও অন্যান্য ইউনিয়নের আংশিক এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার আমন ফসল ও সবজিখেত তলিয়ে গেছে। ভেসে গেছে খামারের মাছ।
ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডৌমঘাটা গ্রামের কবির সারোয়ার সুজন বলেন, ‘৪০ বছর ধরে মাছ চাষ করে আসছি। জীবনে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি। চোখের সামনে ৬টি পুকুরের ৪০ লাখ টাকার কার্পজাতীয় মাছ বানের পানিতে ভেসে গেছে।’
আমতৈল গ্রামের সিদ্দিক মিয়া বলেন, ‘রাস্তাঘাটে পানি, ঘর ও রান্নাঘরে পানি। এখনো কোনো শুকনা খাবার পেলাম না। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যসহায়তা প্রয়োজন।’
দুর্গাপুরে চারদিকে থইথই পানি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এতে ৩০-৪০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, চারদিকে পানি থইথই করছে। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পানির নিচে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তা, মাঠঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ির চারপাশেই পানি। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। গবাদিপশু নিয়েও বিপাকে অনেক মানুষ। অপরদিকে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট।
মুন্সিপাড়া গ্রামের মুহাম্মদ তালুকদার বলেন, ‘আমাদের চলাচলের রাস্তায় কোমরপানি। যেভাবে পানি বাড়ছে, তাতে ভয় হচ্ছে, ঘরে না উঠে যায়।
শেরপুরে পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত
নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে সদর ও নকলা উপজেলার ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে জেলায় আমন ধান, সবজি আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৭ হাজার হেক্টর জমির আমন আবাদ, ১ হাজার হেক্টর জমির সবজির আবাদ। এ ছাড়া ভেসে গেছে ২ হাজারের বেশি পুকুর ও মৎস্য খামার। সব মিলিয়ে জেলার প্রায় পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে নালিতাবাড়ীতে পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামের ধানখেত থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন উপজেলার অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। এ নিয়ে জেলায় বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে ২৫-৩০ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের জমি। বন্ধ হয়ে গেছে উপজেলাকেন্দ্রিক যোগাযোগের সড়কগুলো। এ ছাড়া উপজেলার সব কটি নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মহিষখলা বাজারের ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ জানান, সকালে হঠাৎ ঢলের পানি উপচে লোকালয়ে ঢোকে। মহিষখলা বাজার পুরোটাই প্লাবিত হয়েছে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে মালপত্র নষ্ট হয়ে গেছে।
বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার জানান, বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মহিষখলা বাজারের ওপর দিয়ে পানি গড়াচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে। পাহাড়ি ঢলে বাড়িঘরে পানি উঠছে। মানুষ পানিবন্দী অবস্থায় আছে।
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ওই সব জেলার। সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে দুই লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ডুবে এবং ভেঙে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগব্যবস্থা।
অনেক জায়গায় নেই বিদ্যুৎও। শেরপুরের নালিতাবাড়ীতে ঢলের পানিতে নিখোঁজ দুই ভাইয়ের লাশ মিলেছে ধানখেতে। এদিকে বেশ কিছু স্থানে খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া কয়েকটি বসতবাড়ি ও স্থাপনা নদীতে বিলীন হওয়ার খবর পাওয়া গেছে।
ময়মনসিংহে পানিবন্দী দেড় লক্ষাধিক মানুষ
হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ২১ ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় লক্ষাধিক মানুষ। এসব উপজেলায় নেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক।
গতকাল রোববার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানিয়েছেন, অতিবৃষ্টিতে জেলাজুড়ে মৎস্য খাতে ৫০ কোটি ৮৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে এখন নারী-শিশুসহ দেড় হাজারের বেশি মানুষ রয়েছে।
এদিকে ধোবাউড়ায় খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে। এ ছাড়া নেতাই নদের আশপাশের এলাকায় অন্তত অর্ধশত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পানিবন্দী অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে।
ফুলপুর উপজেলার ছনধরা, রামভদ্রপুর, সিংহেশ্বর, ফুলপুর ইউনিয়নের অধিকাংশ ও অন্যান্য ইউনিয়নের আংশিক এলাকা পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার আমন ফসল ও সবজিখেত তলিয়ে গেছে। ভেসে গেছে খামারের মাছ।
ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের ডৌমঘাটা গ্রামের কবির সারোয়ার সুজন বলেন, ‘৪০ বছর ধরে মাছ চাষ করে আসছি। জীবনে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি। চোখের সামনে ৬টি পুকুরের ৪০ লাখ টাকার কার্পজাতীয় মাছ বানের পানিতে ভেসে গেছে।’
আমতৈল গ্রামের সিদ্দিক মিয়া বলেন, ‘রাস্তাঘাটে পানি, ঘর ও রান্নাঘরে পানি। এখনো কোনো শুকনা খাবার পেলাম না। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যসহায়তা প্রয়োজন।’
দুর্গাপুরে চারদিকে থইথই পানি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাঁচ ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে অনেক এলাকা। এতে ৩০-৪০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, চারদিকে পানি থইথই করছে। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পানির নিচে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তা, মাঠঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুল, মাদ্রাসা, ঘরবাড়ির চারপাশেই পানি। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। গবাদিপশু নিয়েও বিপাকে অনেক মানুষ। অপরদিকে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট।
মুন্সিপাড়া গ্রামের মুহাম্মদ তালুকদার বলেন, ‘আমাদের চলাচলের রাস্তায় কোমরপানি। যেভাবে পানি বাড়ছে, তাতে ভয় হচ্ছে, ঘরে না উঠে যায়।
শেরপুরে পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত
নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে সদর ও নকলা উপজেলার ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে জেলায় আমন ধান, সবজি আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৭ হাজার হেক্টর জমির আমন আবাদ, ১ হাজার হেক্টর জমির সবজির আবাদ। এ ছাড়া ভেসে গেছে ২ হাজারের বেশি পুকুর ও মৎস্য খামার। সব মিলিয়ে জেলার প্রায় পৌনে দুই লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এদিকে নালিতাবাড়ীতে পানির স্রোতে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামের ধানখেত থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। তাঁরা হলেন উপজেলার অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। এ নিয়ে জেলায় বন্যায় সাতজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে ২৫-৩০ গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ধানের জমি। বন্ধ হয়ে গেছে উপজেলাকেন্দ্রিক যোগাযোগের সড়কগুলো। এ ছাড়া উপজেলার সব কটি নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মহিষখলা বাজারের ব্যবসায়ী গোপাল চন্দ্র ঘোষ জানান, সকালে হঠাৎ ঢলের পানি উপচে লোকালয়ে ঢোকে। মহিষখলা বাজার পুরোটাই প্লাবিত হয়েছে। অনেকের ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে মালপত্র নষ্ট হয়ে গেছে।
বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার জানান, বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মহিষখলা বাজারের ওপর দিয়ে পানি গড়াচ্ছে, রাস্তাঘাট ডুবে গেছে। পাহাড়ি ঢলে বাড়িঘরে পানি উঠছে। মানুষ পানিবন্দী অবস্থায় আছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪