স্বপ্না রেজা
এখনো কেউ কেউ প্রশ্ন তোলেন—স্বাধীনতা মানে কী, আর মানুষইবা কতটা স্বাধীন? উত্তরে কেউ বলেন, স্বাধীনতা মানে ইচ্ছেমতো কাজ করা। অথচ মানুষ ইচ্ছেমতো কাজ করতে পারে না। মানুষকে বাধা দেওয়া হয়, আটক করা হয়। ফলে তাদের দৃষ্টিতে অনেকেই স্বাধীন নয়, কেউ কেউ স্বাধীন। কেউবা গম্ভীর হয়ে বলেন, স্বাধীনতা হলো রাষ্ট্রের সাংবিধানিক সব অধিকার ভোগ করা। একজন নাগরিক রাষ্ট্রের বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবে, এটাই তার স্বাধীনতা।
আর এই স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের অবতারণা। তৎকালীন পাকিস্তানের পরাধীনতার শিকল ভেঙে, অধীনস্থবাদের নাগপাশ ছিন্ন করে বাঙালি জাতি প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করে। এই লড়াই ছিল মর্যাদার, অধিকার ভোগ করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নিরস্ত্র বাঙালি স্বাধীনতার জন্য পাকিস্তানি শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরাধীনতা থেকে মুক্তির নেশা এতটাই প্রকট ছিল যে, মাত্র ৯ মাসে এই দেশ শত্রুমুক্ত হয়। এই স্বাধীনতার জন্য বাঙালি জাতি হারিয়েছে লাখ লাখ তাজা প্রাণ, লাখো নারীর সতীত্ব। হারাতে হয়েছে বুদ্ধিজীবীদের।
কেউ কেউ বলে বসেন, পাকিস্তান আমলে তারা ভালো ছিলেন। অথচ বাংলাদেশের সব সুযোগ-সুবিধা ভোগ করে অনেকের চাইতে তারা ভালো থাকেন। এই সুবিধাবাদী শ্রেণি বাংলাদেশের স্বাধীনতাকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রাদেশিক ধ্যানধারণায় আচ্ছন্ন থাকে। এরা পোশাকে বাংলাদেশি অথচ চেতনায় পাকিস্তানি। স্বাধীনতাবিরোধী এই শ্রেণি সমাজের প্রতিটি স্তরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করে রাখার পাঁয়তারা করে। আর স্বাধীনতার সংজ্ঞাকে ভিন্নার্থে উপস্থাপন করে চলে। এদের কাছে স্বাধীনতা মানেই হলো স্বেচ্ছাচারিতা। নতুন প্রজন্মের কাছে এরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করে। অপরাজনীতি ও অপসংস্কৃতির বিকাশ ঘটায়।
যা ইচ্ছে তাই করা, যা ইচ্ছে তাই বলার ব্যক্তিরা মনে করে এটাই তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা ভুলে যায় যে, ব্যক্তি স্বাধীনতাও সংবিধানসম্মত হতে হয়। সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে বা রাষ্ট্রের ক্ষতি করে, এমন কোনো কিছু ব্যক্তি চাইলেই করতে পারে না। করার চেষ্টা করলে সেটা হবে আইনত অপরাধ। সমাজ, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা বিধানে আইন প্রণয়ন করা হয়। সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যক্তিকে আইন অনুযায়ী আচরণ করতে হয়। একজন ব্যক্তি চাইলেই এমন কিছু বলতে ও করতে পারে না, যা দেশের জন্য কল্যাণকর নয়। উপরন্তু দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং রাষ্ট্রদ্রোহের শামিল হয়।
বাক্স্বাধীনতার দোহাই দিয়ে অনেকেই এমন অনেক কথা বলে, যা দেশ ও সমাজের জন্য কল্যাণকর হয় না। আবার যৌক্তিক কথা বলতে অনেকেই বাধাগ্রস্ত হয়। তাকে হেনস্তাও করা হয়। হয়রানি চলে। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে রাজনৈতিক ইস্যুতে। বাংলাদেশের প্রচলিত রাজনীতি ব্যক্তির ভেতর থেকে সততা ও স্বচ্ছতা যেমন গ্রাস করে, তেমন উপযুক্ত ও যৌক্তিক ব্যাখ্যাকে নির্মূল করে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘটনা ঘটে। দুঃখজনক হলেও সত্য, মহান স্বাধীনতাকে দলীয় রাজনৈতিক দৃষ্টিতে দেখা হয়, বিশ্লেষণ করা হয়। স্বাধীনতার বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছায় না। শ্রদ্ধার এক কাতারে দাঁড়ায় না। উপরন্তু, স্বাধীনতার ইস্যুতেও রাজনীতি বিভাজনের রেখা টেনে দেওয়া হয়েছে। ফলে নতুন প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে না।
পার্শ্ববর্তী দেশে দেশপ্রেম ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐকমত্যে পৌঁছায়। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের রাজনীতিতে সেই মানসিকতা দেখা যায় না। দেশপ্রেম রাজনৈতিক দলীয় ভাষায় রচিত হয় যার যার মতন করে। একটা দেশে যখন তার স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার দুঃসাহস বা ধৃষ্টতা দেখানোর মতন ঘটনা ঘটে, তখন ভেবে নিতে হয় সেই দেশ মোটেও শত্রুমুক্ত নয়। বরং স্বাধীনতার বিরোধিতায় নানান ষড়যন্ত্রে লিপ্ত।
একজন বলছিলেন, রাজনীতির স্বাধীনতাই বাংলাদেশে সবচেয়ে ভয়ংকর ও ভয়াবহ, যার সঙ্গে দেশের মূল স্বাধীনতার কোনো সাদৃশ্য নেই বরং পুরোই বিপরীত। জ্বালাও, পোড়াও, মারো, কাটো ইত্যাদি নৃশংস কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন, যেখানে দেশের নিরীহ মানুষের প্রাণ যায়, দেহ পুড়ে অঙ্গার হয়। কোনো কোনো রাজনৈতিক দলের কাছে এমন ঘটনাকে স্বাধীনতা বলে প্রতীয়মান হয়। চলন্ত বাস, ট্রেনে আগুন ধরিয়ে এরা রাজনীতির দাপট দেখায়, ক্ষমতায় আসীন হওয়ার স্বপ্ন দেখে। জনজীবনকে অচল করে এরা রাজনৈতিক দলের শোডাউন করে। দেশের ক্ষয়ক্ষতি, জানমালের অনিরাপত্তা এদের বিন্দুমাত্র বিচলিত করে না। পাশাপাশি এমনও দেখা যায় যে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউ কেউ স্বাধীনতাকে উন্মাদনার উপাদান হিসেবে বেছে নেয়। মন যা চায়, তাই করে। এই কর্মকাণ্ড আইনসিদ্ধ নয় জেনেও ক্ষমতার দাপটে করে। তাকে কেউ ধরার নেই, সে ধরাছোঁয়ার বাইরে—এমন পরিস্থিতি ও অবস্থা তাকে যা ইচ্ছে তাই করাতে বেপরোয়া করে তোলে। এমন মানুষের সংখ্যা কম নয়, বরং বাড়ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের কাছে স্বাধীনতা কখনোই ইতিবাচক অর্থে ব্যবহৃত হতে দেখা যায় না। সবাই স্বাধীন শব্দটার অপব্যবহার করে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থে। এদের কারণে অনেকেই বুঝতে পারে না নিজের প্রয়োজন আদতে কতটুকু। ফলে অনেকেই ছোটে সোনার হরিণের পেছনে। কে কোথায় ছুটছে, কী চাইছে, সেটাও জানা ও বোঝার মধ্যে যেন তারা নেই।
এটা ঠিক, বাংলাদেশ পরাধীন থাকলে ব্যক্তির ভেতরে স্বাধীনতার উপলব্ধি বা আবেগ জাগ্রত হতো না। অধিকার ভোগ করার সুযোগ ঘটত না। মর্যাদা তো দূরের কথা, পাকিস্তানিদের বুট পালিশ করতে হতো। কোট-টাই পরে ফিটবাবু হয়ে বসগিরি করতে হতো না। দেশের স্বাধীনতাই জাতিকে সুশিক্ষিত হওয়ার সুপ্রশস্ত পথ দেখিয়েছে। বিশ্বদরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে। আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ—কথাগুলো বলার সাহস জুগিয়েছে। সুতরাং স্বাধীনতাকে চেতনায় ধারণ করা জরুরি এবং সেটা দেশ ও জাতির কল্যাণে।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
এখনো কেউ কেউ প্রশ্ন তোলেন—স্বাধীনতা মানে কী, আর মানুষইবা কতটা স্বাধীন? উত্তরে কেউ বলেন, স্বাধীনতা মানে ইচ্ছেমতো কাজ করা। অথচ মানুষ ইচ্ছেমতো কাজ করতে পারে না। মানুষকে বাধা দেওয়া হয়, আটক করা হয়। ফলে তাদের দৃষ্টিতে অনেকেই স্বাধীন নয়, কেউ কেউ স্বাধীন। কেউবা গম্ভীর হয়ে বলেন, স্বাধীনতা হলো রাষ্ট্রের সাংবিধানিক সব অধিকার ভোগ করা। একজন নাগরিক রাষ্ট্রের বিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবে, এটাই তার স্বাধীনতা।
আর এই স্বাধীনতা অর্জনের জন্য ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের অবতারণা। তৎকালীন পাকিস্তানের পরাধীনতার শিকল ভেঙে, অধীনস্থবাদের নাগপাশ ছিন্ন করে বাঙালি জাতি প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করে। এই লড়াই ছিল মর্যাদার, অধিকার ভোগ করার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে নিরস্ত্র বাঙালি স্বাধীনতার জন্য পাকিস্তানি শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পরাধীনতা থেকে মুক্তির নেশা এতটাই প্রকট ছিল যে, মাত্র ৯ মাসে এই দেশ শত্রুমুক্ত হয়। এই স্বাধীনতার জন্য বাঙালি জাতি হারিয়েছে লাখ লাখ তাজা প্রাণ, লাখো নারীর সতীত্ব। হারাতে হয়েছে বুদ্ধিজীবীদের।
কেউ কেউ বলে বসেন, পাকিস্তান আমলে তারা ভালো ছিলেন। অথচ বাংলাদেশের সব সুযোগ-সুবিধা ভোগ করে অনেকের চাইতে তারা ভালো থাকেন। এই সুবিধাবাদী শ্রেণি বাংলাদেশের স্বাধীনতাকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রাদেশিক ধ্যানধারণায় আচ্ছন্ন থাকে। এরা পোশাকে বাংলাদেশি অথচ চেতনায় পাকিস্তানি। স্বাধীনতাবিরোধী এই শ্রেণি সমাজের প্রতিটি স্তরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করে রাখার পাঁয়তারা করে। আর স্বাধীনতার সংজ্ঞাকে ভিন্নার্থে উপস্থাপন করে চলে। এদের কাছে স্বাধীনতা মানেই হলো স্বেচ্ছাচারিতা। নতুন প্রজন্মের কাছে এরা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করে। অপরাজনীতি ও অপসংস্কৃতির বিকাশ ঘটায়।
যা ইচ্ছে তাই করা, যা ইচ্ছে তাই বলার ব্যক্তিরা মনে করে এটাই তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা ভুলে যায় যে, ব্যক্তি স্বাধীনতাও সংবিধানসম্মত হতে হয়। সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে বা রাষ্ট্রের ক্ষতি করে, এমন কোনো কিছু ব্যক্তি চাইলেই করতে পারে না। করার চেষ্টা করলে সেটা হবে আইনত অপরাধ। সমাজ, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা বিধানে আইন প্রণয়ন করা হয়। সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যক্তিকে আইন অনুযায়ী আচরণ করতে হয়। একজন ব্যক্তি চাইলেই এমন কিছু বলতে ও করতে পারে না, যা দেশের জন্য কল্যাণকর নয়। উপরন্তু দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে এবং রাষ্ট্রদ্রোহের শামিল হয়।
বাক্স্বাধীনতার দোহাই দিয়ে অনেকেই এমন অনেক কথা বলে, যা দেশ ও সমাজের জন্য কল্যাণকর হয় না। আবার যৌক্তিক কথা বলতে অনেকেই বাধাগ্রস্ত হয়। তাকে হেনস্তাও করা হয়। হয়রানি চলে। এ ধরনের ঘটনা সাধারণত ঘটে রাজনৈতিক ইস্যুতে। বাংলাদেশের প্রচলিত রাজনীতি ব্যক্তির ভেতর থেকে সততা ও স্বচ্ছতা যেমন গ্রাস করে, তেমন উপযুক্ত ও যৌক্তিক ব্যাখ্যাকে নির্মূল করে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতার কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার ঘটনা ঘটে। দুঃখজনক হলেও সত্য, মহান স্বাধীনতাকে দলীয় রাজনৈতিক দৃষ্টিতে দেখা হয়, বিশ্লেষণ করা হয়। স্বাধীনতার বিষয়ে সবাই ঐকমত্যে পৌঁছায় না। শ্রদ্ধার এক কাতারে দাঁড়ায় না। উপরন্তু, স্বাধীনতার ইস্যুতেও রাজনীতি বিভাজনের রেখা টেনে দেওয়া হয়েছে। ফলে নতুন প্রজন্ম স্বাধীনতা সম্পর্কে পূর্ণাঙ্গ ইতিহাস জানতে পারে না।
পার্শ্ববর্তী দেশে দেশপ্রেম ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐকমত্যে পৌঁছায়। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের রাজনীতিতে সেই মানসিকতা দেখা যায় না। দেশপ্রেম রাজনৈতিক দলীয় ভাষায় রচিত হয় যার যার মতন করে। একটা দেশে যখন তার স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার দুঃসাহস বা ধৃষ্টতা দেখানোর মতন ঘটনা ঘটে, তখন ভেবে নিতে হয় সেই দেশ মোটেও শত্রুমুক্ত নয়। বরং স্বাধীনতার বিরোধিতায় নানান ষড়যন্ত্রে লিপ্ত।
একজন বলছিলেন, রাজনীতির স্বাধীনতাই বাংলাদেশে সবচেয়ে ভয়ংকর ও ভয়াবহ, যার সঙ্গে দেশের মূল স্বাধীনতার কোনো সাদৃশ্য নেই বরং পুরোই বিপরীত। জ্বালাও, পোড়াও, মারো, কাটো ইত্যাদি নৃশংস কার্যকলাপ রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন, যেখানে দেশের নিরীহ মানুষের প্রাণ যায়, দেহ পুড়ে অঙ্গার হয়। কোনো কোনো রাজনৈতিক দলের কাছে এমন ঘটনাকে স্বাধীনতা বলে প্রতীয়মান হয়। চলন্ত বাস, ট্রেনে আগুন ধরিয়ে এরা রাজনীতির দাপট দেখায়, ক্ষমতায় আসীন হওয়ার স্বপ্ন দেখে। জনজীবনকে অচল করে এরা রাজনৈতিক দলের শোডাউন করে। দেশের ক্ষয়ক্ষতি, জানমালের অনিরাপত্তা এদের বিন্দুমাত্র বিচলিত করে না। পাশাপাশি এমনও দেখা যায় যে, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউ কেউ স্বাধীনতাকে উন্মাদনার উপাদান হিসেবে বেছে নেয়। মন যা চায়, তাই করে। এই কর্মকাণ্ড আইনসিদ্ধ নয় জেনেও ক্ষমতার দাপটে করে। তাকে কেউ ধরার নেই, সে ধরাছোঁয়ার বাইরে—এমন পরিস্থিতি ও অবস্থা তাকে যা ইচ্ছে তাই করাতে বেপরোয়া করে তোলে। এমন মানুষের সংখ্যা কম নয়, বরং বাড়ছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের কাছে স্বাধীনতা কখনোই ইতিবাচক অর্থে ব্যবহৃত হতে দেখা যায় না। সবাই স্বাধীন শব্দটার অপব্যবহার করে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থে। এদের কারণে অনেকেই বুঝতে পারে না নিজের প্রয়োজন আদতে কতটুকু। ফলে অনেকেই ছোটে সোনার হরিণের পেছনে। কে কোথায় ছুটছে, কী চাইছে, সেটাও জানা ও বোঝার মধ্যে যেন তারা নেই।
এটা ঠিক, বাংলাদেশ পরাধীন থাকলে ব্যক্তির ভেতরে স্বাধীনতার উপলব্ধি বা আবেগ জাগ্রত হতো না। অধিকার ভোগ করার সুযোগ ঘটত না। মর্যাদা তো দূরের কথা, পাকিস্তানিদের বুট পালিশ করতে হতো। কোট-টাই পরে ফিটবাবু হয়ে বসগিরি করতে হতো না। দেশের স্বাধীনতাই জাতিকে সুশিক্ষিত হওয়ার সুপ্রশস্ত পথ দেখিয়েছে। বিশ্বদরবারে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করেছে। আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ—কথাগুলো বলার সাহস জুগিয়েছে। সুতরাং স্বাধীনতাকে চেতনায় ধারণ করা জরুরি এবং সেটা দেশ ও জাতির কল্যাণে।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪