হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

হাজার কোটির ক্লাবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’

বিনোদন ডেস্ক

আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ১৪: ১৮

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে কেজিএফ: চ্যাপ্টার টু’। এরই ধারাবাহিকতায় চতুর্থ সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে ব্লকবাস্টার সিনেমাটি। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটিই প্রথম সিনেমা যেটি মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। 

ভারতের বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, ‘দঙ্গল’, ‘বাহুবলী টু’ ও ‘আরআরআর’-এর পর চতুর্থ ভারতীয় সিনেমা হিসেবে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ১ হাজার কোটি রুপির বেশি আয় করল। 

এদিকে হিন্দি ভার্সনেও রেকর্ড গড়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। হিন্দি বেল্টে ৩৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে ছবিটি। ফলে অলটাইম ব্লকবাস্টার খেতাব পেয়ে গেছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। 

১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ। 

বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

ফিরেই চমকে দিলেন নাজরিয়া নাজিম

রেসিংয়ের সময় অভিনয় করবেন না অজিত

‘কেজিএফ’ তারকা ইয়াশের ‘টক্সিক’ জন্মদিন

আল্লু অর্জুনের বাড়িতে ঢিল ছুড়ে বিক্ষোভ, সন্তানদের সরানো হলো অন্যত্র

সেকশন