হোম > বিশ্ব > চীন

ন্য়ান্সি পেলোসি তাইওয়ান গেলে চীনের সেনাবাহিনীও বসে থাকবে না: বেইজিং

রয়টার্স, সিঙ্গাপুর

আপডেট: ০২ আগস্ট ২০২২, ০০: ৪২

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই তাইওয়ান সফরে যেতে পারেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় আগামী মঙ্গলবার রাতে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যেতে পারেন। তবে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ করেছে চীন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেলোসির এই সফর নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না।’ 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যাতে তাইওয়ান সফরে না যান আগে থেকেই দেশটিকে সতর্ক করে আসছে চীন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক ফোনালাপে তাইওয়ান প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ‘আগুন নিয়ে খেললে ধ্বংস হতে হবে।’ এমন হুঁশিয়ারির মধ্যেই গত রোববার থেকে এশিয়া সফর শুরু করেন ন্য়ান্সি পেলোসি। টুইটারে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাউথ কোরিয়া ও জাপান সফরের পরিকল্পনার কথা জানালেও সেখানে তাইওয়ানের নাম ছিল না। 
 
তাইওয়ানের নিজস্ব সরকার ব্যবস্থা থাকলেও দেশটিকে নিজেদের মূল ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে চীন। 

উল্লেখ্য, বর্তমানে এশিয়া সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষের স্পিকার ন্য়ান্সি পেলোসি। সফরের শুরুতেই সিঙ্গাপুর সফর করছেন তিনি। গত সোমবার তিনি দেশটির প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেন। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

সেকশন