বিনোদন ডেস্ক
গ্রেপ্তার হতে পারেন জনপ্রিয় তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। গত বছরের জুলাইয়ে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। সেই ঘটনায় তাঁর এক বন্ধু ঘটনাস্থলেই মারা যান। এরপর এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় কিছুদিন আগে তাঁকে তলব করেছিলেন আদালত। কিন্তু তিনি হাজির হননি। সম্প্রতি আদালত জানিয়েছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে তিনি হাজির না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
গত বছরের ২৪ জুলাই ভারতের মহাবালিপুরমে মারাত্মক দুর্ঘটনাটি ঘটেছিল। যশিকা আনন্দ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি ওভারটার্ন করে একটি ডিভাইডারে আঘাত হানে। সেই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে যশিকাকে ছয় মাস বিশ্রামে থাকতে হয়েছিল। কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন যশিকার সবচেয়ে কাছের বন্ধু ভাল্লিচেত্তি পবনি। বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে তখন বলা হয়েছিল, যশিকা ও তাঁর বন্ধুরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছিলেন। যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনার আগে মাদক সেবন করেননি তাঁরা।
২০১৬ সালে তামিল সিনেমা ‘ভালাই ভেন্ডম’-এ একজন সাঁতার প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করে বড় পর্দায় অভিষেক হয় যশিকার। ওই বছরই ‘ধুরুবঙ্গল পাথিনারু’-তে অভিনয় করে তিনি ব্যাপক সাফল্য অর্জন করেন।