ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে পাথরবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় চালকের সহযোগী কালু মিয়া (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে। মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথরবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে চালকের সহযোগী নিহত হয়েছেন। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে গেল ২৪ মার্চ দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা নামক স্থানে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মো. সুমন (৪২) নিহত হন।