হোম > সারা দেশ > ঢাকা

সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২৫ মে ২০২৩, ১৪: ৪৩

ক্লোজড সার্কিট ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে সরাসরি পর্যবেক্ষণ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আজ সকাল ৮টা থেকে সংস্থাটির পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা। ইসির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আশাদুল হক জানান, সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোলরুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ৫৮টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০। ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪৯৭টি।

মোট ৪ হাজর ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। 

রংপুর সিটি করপোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

তিন কোটি টাকার ৪ গাড়ি উদ্ধার, আটক পাঁচ

ডেসটিনির রফিকুলসহ ১৯ আসামির ১২ বছরের কারাদণ্ড

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা

সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল ২ কারখানা

সেকশন