হোম > বিনোদন > টেলিভিশন

প্রয়াত পাঁচ নির্মাতাকে স্মরণ করল ডিরেক্টর’স গিল্ড

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আপডেট: ২৩ মে ২০২৪, ১৬: ৫০

সাম্প্রতিক সময়ে প্রয়াত ৫ সদস্যকে স্মরণ করেছে টিভি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। গতকাল বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর নিকেটনস্থ গিল্ডের কার্যালয়ে সাম্প্রতিক সময়ে সদস্যের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সদস্যরা হলেন তারেক মাহমুদ, মোহাম্মদ নোমান, আসলাম শিহির, শরীফ সরকার এবং তারেক খান।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সভাপতি অনন্ত হীরার সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন গিল্ডের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, প্রয়াত তারেক মাহমুদের ভাই সুলতান মাহমুদ, প্রয়াত মোহাম্মদ নোমানের সহধর্মিণী ডেইজী ইয়াসমিন, আসলাম শিহিরের সহধর্মিণী ফারজানা আফরিন, শরীফ সরকারের ভাই হেলাল উদ্দিন, তারেক খানের চাচাতো ভাই ইমন খান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ মাহবুব, শুটিং হাউস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন খানসহ গিল্ডের সদস্য নির্মাতা ও কলাকুশলীবৃন্দ।

সভা সঞ্চালনা করেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান সাগর।

স্মরণ সভায় বক্তারা প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, যারা চলে গেছেন তারা কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। তারা হয়তো জীবনের অনেক ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন কিন্তু সবার মন জয় করে গেছেন।

বক্তারা বলেন, প্রয়াত নির্মাতারা তাদের কর্মময় জীবন আমাদের সামনে রেখে গেছেন। তারা ক্ষণজন্মা কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবেন।

স্ক্রিনশট ফাঁস নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা নিয়ে যা জানালেন হানিফ সংকেত

‘ইত্যাদির টিমের কিছু হয়নি, চারদিকে ভুয়া নিউজ’—আশ্বস্ত করলেন রবি চৌধুরী

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

সেকশন