হোম > সারা দেশ > ঢাকা

বইমেলায় কী কী নিয়ে প্রবেশ করা যাবে না জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আসন্ন বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাবিষয়ক সভায় বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে বইমেলায় বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে আসন্ন বইমেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত ডিএমপির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিবছরই অমর একুশে বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলবে অমর একুশে বইমেলা। এই বইমেলাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

সাজ্জাত আলী বলেন, প্রত্যেক দর্শনার্থীকে আর্চওয়ে দিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। বড় ব্যাগ, কার্টন, দাহ্য পদার্থ নিয়ে মেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিবারের ন্যায় মেলায় থাকবে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র। সার্বক্ষণিক আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সবার সহযোগিতা ও সমন্বয়ে একটি সুশৃঙ্খল পরিবেশে বইমেলা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, বইমেলার ভেতরে ও বাইরে পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্বে থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। বিলবোর্ড, ব্যানার ও মাইকিং করে দিকনির্দেশনা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং, মেলা প্রাঙ্গণ ড্রোন দ্বারা মনিটরিং এবং সোয়াত ও বোম্ব ডিসপোজাল টিম কাজ করবে।

সমন্বয় সভায় বইমেলাসংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। মেলা সুন্দরভাবে আয়োজনের জন্য সবাই তাঁদের মতামত জানান।

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতারণার শিকার তিন যুবকের সৌদিতে মানবেতর জীবন

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

সেকশন