হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে এটিএম বুথের ১১ কোটি টাকাসহ গাড়ি ছিনতাই

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকাসহ গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় সকাল ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের পাশে এটিএম বুথের টাকাভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

অপরদিকে উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সকাল ৭টা ১০ থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে জানিয়েছে ব্যাংক। 

এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।

 

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

সেকশন