হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ সুপারসহ দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ মোহাম্মদ নুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখায় কর্মরত সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আজ রোববার বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পুলিশ ও এনটিএমসি অনুবিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা খন্দকার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কী কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে বিষয়ে আমি কিছু জানি না।’

এ বিষয়ে জানতে আজ সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ নুর আলমকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাঁকে ২০১৮ সালের চাকরি আইনের ৩৯ (১) ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ পাবেন।

অপর এক প্রজ্ঞাপনে ডিএসবিতে কর্মরত সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাঁকেও ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ধারা ৩৯ (১) বলা আছে, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তাঁর দায়িত্ব হতে বিরত রাখার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্তকার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

সেকশন