হোম > সারা দেশ

কেনাকাটায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : করোনা সংক্রমণ প্রতিরোধে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের কেনাকাটায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বেনজীর আহমেদ।

আজ মঙ্গলবার বিকালে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপারগণ অনলাইনে যুক্ত ছিলেন।

আইজিপি বলেন, কেনাকাটায় দোকানদার এবং ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শপিংমলের প্রবেশপথে স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। অবশ্যই পরীক্ষা করতে হবে শরীরের তাপমাত্রা। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে এক সঙ্গে দোকানে বেশি লোকের প্রবেশ নিরুৎসাহিত করতে হবে। বড় দোকানের ক্ষেত্রে ক্রেতার অবস্থান গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে রাখতে হবে।

আইজিপি আরও বলেন, আমরা সকলে সরকারি বিধিনিষেধ মেনে চললে করোনা সংক্রমণ কমবে, মৃত্যুর হারও কমবে। তিনি বলেন, করোনাকালে জীবন চালাতে হবে, আবার জীবিকাও চালাতে হবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, তাঁরা প্রতিটি মার্কেটের সামনে হাত ধোয়া বা স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছেন। শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করা হয়েছে। বড় বড় শপিংমলে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে।

মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করল বিএনপি, ‘ইতিবাচক’ বললেন স্থানীয়রা

রাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় যুবদল কর্মী নিহত

ঢামেকে সরকারি ওষুধসহ আটক ১

ফরিদপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পলাতক ওসি শাহ আলম ‘সম্ভবত’ ভারতে চলে গেছেন: ডিএমপি কমিশনার

যমুনার বালুচরের নতুন ফসল চিনাবাদাম

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

হিলিতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সেকশন