হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি: ফাইল ছবি

যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন—ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেই সঙ্গে এই পাঁচজনসহ আরও ১২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার সকালে কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডের আদেশ দেন। পরে তাদের আবার কারাগারে নেওয়া হয়। যাদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে কারাগার থেকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার পুলিশের দুই উপপরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তাও তাদের দুই মামলায় রিমান্ড প্রার্থনা করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চেয়ে পৃথক আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: পুলিশ

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

সেকশন