হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাছের চূড়ায় ঝুলছিল লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) সকালে পথচারীদের চোখে পড়ার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।

সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৪০ থেকে ৪৫ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃতদেহের পরনে সুয়েটার ও কালো রংয়ের প্যান্ট ছিল।

সকালে সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।

পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।

হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতারণার শিকার তিন যুবকের সৌদিতে মানবেতর জীবন

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

সমন্বয়ক পরিচয়ে ভারতীয় চিনি-জিরা গুদামজাত, ২ জনকে গ্রেপ্তার করল যৌথ বাহিনী

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

যুবদল নেতার বাড়িতে গুলির আগে পুলিশের সঙ্গে দুর্বৃত্তরা, নেতা-কর্মীদের বিক্ষোভ

সেকশন