হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গাইবান্ধা প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ ওরফে নয়ন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারিতে নূর মোহাম্মদ নয়নের সঙ্গে মৌমিতা আক্তার লতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নূর মোহাম্মদ নয়ন। ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাতে মৌমিতা আক্তার লতাকে মারধরের একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় মৌমিতা আক্তার লতার মা গোলেনুর বেগম বাদী হয়ে নূর মোহাম্মদ নয়নকে আসামি করে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদার রহমান মাসুদ বলেন, গৃহবধূ মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

সেকশন