হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামের আ.লীগ নেতা টিপু কারাগারে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আব্দুল লতিফ টিপু। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ টিপুকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রোববার রাতে নগরীর ব্যাটারি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

আব্দুল লতিফ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের বড় ছেলে। তাঁর আরেক ভাই দিদারুল আলম দিদার চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাতে আব্দুল লতিফ টিপুকে গ্রেপ্তারের পর আজ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় গত ১০ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে টিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে টিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

সেকশন