হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের দুই দোকানে মিলল ১২ হাজার লিটার তেল, ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিকার ও র‍্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়। 

ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। 

মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘দুই দোকানে পুরোনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা দুই দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ জন্য দুই দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

সেকশন