হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেটে সংঘর্ষ: দোকানের দুই কর্মচারী তিন দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা দান, পুলিশকে মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্ট ফুড দোকানের দুই কর্মচারীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুই কর্মচারী হচ্ছেন মো. বাবু হোসেন ও মো. কাওসার। গত সোমবার রাজধানীর হাজারীবাগ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাদেরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশ পরিদর্শক হালদার অর্পিত ঠাকুর। একই সঙ্গে তিনি দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফ শাফায়াত হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ এপ্রিল রাত বারোটার দিকে নিউ মার্কেটের দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরদিন দফায় দফায় সারা দিন সংঘর্ষ চলে। এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজন নিহত হন।

এ ঘটনায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়।

পুলিশের কর্তব্যকাজে বাধা দানের মামলায় স্থানীয় বিএনপি নেতা মকবুল হোসেনকে আসামি করা হয়। ওই মামলায় মকবুল হোসেন সহ এর আগে সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই দোকান কর্মচারীকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

সেকশন