হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেক কাভার্ড ভ্যানের চালক হৃদয় (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত হৃদয়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতরা হলেন—নাজমুল (৪৫) বাবু (২৩) শারফিন (৬০)।

এসআই শীতল কুমার বলেন, সকালে যাত্রাবাড়ী-ডেমরা রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের তেল শেষ হয়ে যায়। এর চালক হৃদয় কাভার্ড ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানের চালক দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়। আহত হন আজিজ ট্রান্সপোর্টের চালক নাজমুল, হেলপার শারফিন ও আরেক হেলপার বাবু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

দিনাজপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুগ্ধ মঞ্চে হামলার প্রতিবাদে মশাল মিছিল, ২৪ ঘণ্টার আলটিমেটাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা

‘আমাদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিপ্লব বেহাত হতে চলেছে’

বেড়ানোর কথা বলে এনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪ বছর পেরিয়ে গেলেও ফেলানী হত্যার সুবিচার হয়নি: জামায়াত আমির

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: গ্রেপ্তার মিঠুনকে ছাত্রদল থেকে বহিষ্কার

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশির পা বিচ্ছিন্ন

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পুরান ঢাকার ব্যবসায়ীদের

পাঠ্যবইয়ে গণ–অভ্যুত্থানের কনটেন্ট নগণ্য, দায়সারা: সেমিনারে বক্তারা

সেকশন