বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুত, উচ্চমূল্যে বিক্রি ও সয়াবিন তেলের সঙ্গে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুত রাখা হয়েছে এমন অভিযোগে বুধবার দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারের রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সাময়িক সিলগালাও করা হয়েছে।