হোম > সারা দেশ > ঢাকা

জুলাই–আগস্ট গণহত্যা মামলা: ট্রাইব্যুনালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার সকালে সাবেক আইজিপি মামুন ও জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালের হাজির করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন।

আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছয়জনকে আদালত চত্বরে আনা হয়। তাঁদের বিরুদ্ধে জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আদালতে হাজির করা অন্য কর্মকর্তারা হলেন:

- ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি

- মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা

- ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম

- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান

- গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক

- ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন

চারদিক দেখতে দেখতে ট্রাইব্যুনালে যাচ্ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান। ছবি: আজকের পত্রিকা

হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যাওয়া হয়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তাঁর হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পরপরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন। প্রিজনভ্যান থেকে নামার পর থেকে ট্রাইব্যুনালে পৌঁছানো পর্যন্ত মাথা উঁচু করে চারপাশে তাকিয়ে ছিলেন তিনি।

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

সেকশন