হোম > সারা দেশ > ঢাকা

দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না: ৩ শিক্ষার্থীর মৃত্যু প্রসঙ্গে আইইউটির প্রো-ভিসি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইইউটির প্রো-ভিসি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।

আজ সকালে শ্রীপুরে বাস বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন অধ্যাপক রাকিবুল ইসলাম।

আইইউটির প্রো-ভিসি আরও বলেন, ‘বাকি যারা শিক্ষার্থী রয়েছে, তাদের কীভাবে বিশ্ববিদ্যালয়ে নিরাপদে পৌঁছানো যায়; যারা আহত হয়েছে, তাদের কীভাবে চিকিৎসা করানো যায়, সেদিকে নজর দিতে হবে।’

প্রো-ভিসি রাকিবুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান আমি নিজেই। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার ও কন্ট্রোলার রয়েছেন।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আপাতত মামলার বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারব না।’

উল্লেখ্য, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক তারে জড়িয়ে আইইউটির বনভোজনের বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থী মারা যান। তাঁরা হলেন, মোস্তাকিম রহমান মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিব। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শিক্ষার্থী।

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সেকশন