হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত ব্যক্তির বাড়ি মুন্সিগঞ্জ, যা জানালেন ছোট ভাই

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেহগনি গাছে ঝুলন্ত ব্যক্তির নাম আবু সালেহ (৪৫)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যক্তির পরিচয় শনাক্ত করেছেন তাঁর ছোট ভাই। তাঁর নাম আবু সালেহ (৪৫)।

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ শনাক্ত করেন স্বজনেরা। আবু সালেহর ছোট ভাই আবু রায়হান ছোটন বলেন, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার নগর কসবা গ্রামে। তবে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ নয়বাড়ি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি আছে।

তিনি আরও বলেন, গত ২০ বছর যাবৎ নেশায় আসক্ত তাঁর বড় ভাই আবু সালেহ, তবে বাড়িতেই থাকতেন। তিন বছর যাবৎ বাড়ি ছাড়া। একেক সময় একেক জায়গায় থাকতেন। ৫ দিন আগে বাড়ি গিয়েছিলেন। চিকিৎসার কথা বলে মা লুৎফুন্নেছার কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে ভোরে বের হয়ে যান।

আবু রায়হান বলেন, চার ভাইয়ের মধ্যে সালেহ সবার বড়। আজ সকালে পুলিশের মাধ্যমে তাঁরা খবর পান, শাহবাগ এলাকায় তাঁর ভাইয়ের মরদেহ পাওয়া গেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একটি মেহগনি গাছ থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় শাহবাগ থানা–পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে মরদেহটি নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতে। মানসিক সমস্যাও ছিল তাঁর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় তিনি ওই মেহগনি গাছের চূড়ায় উঠে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়েছেন।

এসআই বলেন, প্রযুক্তির সহায়তায় সিআইডির ক্রাইমসিন হাতের আঙুলের ছাপের মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার থেকে জানা গেছে, তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাঁচ বছর যাবৎ তিনি বাড়ির বাইরে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আশ্রয়ণের ঘর ধ্বংসে দিশেহারা ৬০ পরিবার

মানবিক চিকিৎসক হতে চান, দুশ্চিন্তা খরচ নিয়ে

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট সীমান্তে খুঁটি ও কাঁটাতারের বেড়া তুলে নেয়নি বিএসএফ

নীলফামারীতে বিদ্যালয়ের ইট চুরি করতে গিয়ে ধরা পড়লেন আওয়ামী লীগ নেতা

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

সাতক্ষীরা একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সেকশন