হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

কক্সবাজার প্রতিনিধি

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১১: ২৮
উখিয়ায় রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় একটি রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডের ডিসপ্লেতে ভেসে উঠল নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজারের সাইফ হোটেল নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, থাইংখালী বাজারের রেস্তোরাঁ সাইফের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে সাইনবোর্ডটি খুলে ফেলেন এবং রেস্তোরাঁর মালিক বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

উখিয়ায় রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ড। ছবি: সংগৃহীত

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সাইনবোর্ডসহ রেস্তোরাঁর মালিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তার রহস্য বের করতে তদন্ত করা হচ্ছে। হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত থাকার প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কোটচাঁদপুরে পুলিশের সোর্স কওসারকে কুপিয়ে হত্যা

৯ দফা দাবিতে রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

সেকশন