হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে ৫ তুলার গুদামে আগুন লেগে ২ কোটি টাকার ক্ষতি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

আগুনে জ্বলছে তুলার গুদাম। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে লখপুর এলাকায় তুলার গুদামে আগুন লেগে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

দুটি প্রতিষ্ঠানের পাঁচটি তুলার গুদাম, তোশক তৈরি কারখানাসহ অবকাঠামো পুড়ে গেছে।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান।

পুড়ে যাওয়া প্রতিষ্ঠান দুটি হলো মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ অ্যান্ড কটন রিফাইনিং মিলস ও ইমন এন্টারপ্রাইজ অ্যান্ড কটন মিলস। ২০১২ ফকিরহাট উপজেলার লখপুরে প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠিত হয়।

মেসার্স নিয়ামুল এন্টারপ্রাইজ অ্যান্ড কটন রিফাইনিং মিলসের মালিক মো. রফিকুল ইসলাম জানান, গতকাল রোববার বিকেলে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। কর্মরত শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেয়।

রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান দুটিতে দেড় শ শ্রমিক কাজ করেন। আগুনে তুলাভর্তি পাঁচটি গুদাম, কারখানার নতুন ও পুরোনো মেশিনারিজ এবং অবকাঠামো পুড়ে যাওয়ায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে গুদামের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। যে তুলা রয়েছে তা পানিতে ভেজা ও আগুনের ধোয়ায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা সদর দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, ‘বাগেরহাট ও খুলনার চারটি ইউনিট প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ইউনিটগুলো একটু দূরে থাকায় পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করছি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যাবে।’

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবদল নেতার মৃত্যু, আটক ১

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

আগুনে পুড়ল জাপা নেতার গোয়ালঘর

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, থানায় মামলা

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

সেকশন