হোম > সারা দেশ > খুলনা

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

নিহত সোহাগ হোসেন রকি। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের তিন বন্ধুকে আটক করেছে পিবিআই যশোর ও চৌগাছা থানার পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। আটক তিনজন সম্পর্কে নিহতের বন্ধু।

নিহত সোহাগ হোসেন রকি (২২) চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। আটক তিনজন হলেন—সোহানুর রহমান (২০), সজল ইসলাম (১৮), ও সুজন হোসেন (২১)।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে রকিকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচা আজিজুর রহমান জানান, ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করা হয়।

পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হলে তারা রশি পেঁচিয়ে রকিকে হত্যা করে। পরে তাঁর লাশ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। তবে ইজিবাইক বিক্রির চেষ্টার সময় আরেক দল তাদের কাছ থেকে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ‘ইজিবাইক উদ্ধারের চেষ্টা চলছে। আরও তদন্ত শেষে হত্যার মূল উদ্দেশ্য পরিষ্কার হবে।’

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নাই, হত্যা গুম খুনে জড়িতদের বিচার চাই: মিন্টু

সেকশন