কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার বড় জামে মসজিদ গলির বাদশা স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তেল মজুত করার অপরাধে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল মাইকিং করে উপস্থিত জনতার নিকট ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
জানা গেছে, তেল মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাদশা স্টোরের গুদামে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুদাম থেকে পূর্বে ক্রয়কৃত প্রায় ৭০০ লিটার প্যাকেটকৃত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল বড় মসজিদ গলি এলাকার জনসাধারণের মাঝে প্রচারের মাধ্যমে ১৬০ টাকা লিটার বিক্রি করা হয়।