হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করল সেনাবাহিনী

কুমিল্লা প্রতিনিধি  

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ২২: ৩৩
কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর অশোকতলা ও রানীরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অশোকতলা এলাকার জাকির হোসেন (৩৮), ফজলে রাব্বি (২৮) ও লিটন (৪২)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, তিন সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে জাকিরের বিরুদ্ধে দুটি ও রাব্বির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

সেনাবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ির গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।

পরে জাকিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দলটি রাতভর অভিযান চালিয়ে একই এলাকার লিটনকে (৪২) আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চাপাতি, দুটি চায়নিজ কুড়াল, একটি চাকু ও পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

এ ছাড়া ভোরে আদর্শ সদর সেনাক্যাম্পের টহল দল কুখ্যাত সন্ত্রাসী ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১২টি শটগানের গুলি উদ্ধার করা হয়। ফজলে রাব্বির বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা চলমান।

৯ দফা দাবিতে রুয়েট প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

মীরসরাইয়ে যুবদল নেতা হত্যা, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

গোয়াহরি বিলে পলো বাওয়া উৎসবে মানুষের ঢল

পেঁয়াজ ও রসুনখেতে ৩৭০ গাঁজাগাছ, যুবক গ্রেপ্তার

সেকশন