হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

বিভিন্ন যানবাহনে জব্দ করা চোরাচালানের মালামাল। ছবি: সংগৃহীত

সিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

আজ শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চোরাচালানের মালামাল জব্দের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন গোয়াইনঘাটের তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পানতুমাই ও বিছনাকান্দি বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, প্রসাধনী, আইবল ক্যানডি, অলিভ ওয়েল, মদ ও ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুনসহ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। এসব মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

সেকশন