হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার করা মাংস ও হরিণ শিকারের ফাঁদ। ছবি: আজকের পত্রিকা

সুন্দরবন পূর্ব বন বিভাগের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছেন বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহিনে অভিযান চালিয়ে এসব মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা।

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধ্যার আগমুহূর্তে জোংড়া টহল ক্যাম্পের পেছনের বনের গহিনে অভিযান চালানো হয়।

এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা দ্রুত বনের গহিনে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দকৃত মাংসের সঙ্গে হরিণের মাথা, পা ও চামড়া রয়েছে। এ সময় হরিণ শিকারে ব্যবহৃত আধা কিলোমিটার দৈর্ঘ্যের ফাঁদও (সুতা বা দড়ি) জব্দ করা হয়।

দীপন চন্দ্র দাস আরও বলেন, এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে। চোরা শিকারিদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে।

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: পুলিশ

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ায় শিক্ষার্থীদের আনন্দ মিছিল

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

সেকশন