হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিরাপত্তার কারণে শোরুম উদ্বোধনে আসলেন না মেহজাবীন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

নিরাপত্তাহীনতার কারণে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শোরুম উদ্বোধনে আসলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ শনিবার রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ওই অভিনেত্রীর একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল।

এর আগে গত ২৯ অক্টোবর শোরুম উদ্বোধনের কথা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দেন চট্টগ্রামের মেয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

জানা যায়, আজ বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাঁকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহিদি জনতা’।

স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।

এ বিষয়ে শোরুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘পলিটিক্যাল (রাজনৈতিক) প্রবলেমের কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। আর কিছু বলতে পারছি না।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ।’ বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি বলে জানা তিনি।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা ৭ ডিগ্রির ঘরে

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

নিষিদ্ধ বেহুন্দি জালে দেদার পোনা নিধন

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

বাক্সবন্দী লাখ লাখ টাকার যন্ত্র

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

সেকশন