হোম > সারা দেশ > রংপুর

দাফনের ৫ মাস পর যুবকের লাশ উত্তোলন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

আন্দোলনে নিহত আসাদুল হকের লাশ কবর থেকে তোলা হয়, ইনসেটে আসাদুল হক। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে গুলিতে নিহত আসাদুল হক বাবুর (২৪) মরদেহ দাফনের পাঁচ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।

পরে মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতেহাক আহমেদ, ঢাকা সিআইডির ইন্সপেক্টর ইরফান আলী, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর প্রমুখ।

সিআইডি ইন্সপেক্টর ইরফান আলী জানান, আসাদুলের মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই তাঁকে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতে বের হওয়ার পথে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার কাছে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল। তাঁর বাবা জয়নাল আবেদীন এ ঘটনায় বাদী হয়ে ঢাকা মহানগর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। পরে ওই মামলার দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। মামলার পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হয়। দিনাজপুর জেলার মোট ৮ জন বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হয়েছেন।

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: পুলিশ

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

সেকশন