হোম > সারা দেশ

কাল ঢাকায় আসছেন জন কেরি

কূটনৈতিক প্রতিবেদক

আপডেট: ০৮ এপ্রিল ২০২১, ১৭: ০০

জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চ্যুয়াল ক্লাইমেট সামিটে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরি আগামী ১ থেকে ৯ এপ্রিল আবুধাবি, নয়াদিল্লি এবং ঢাকা সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২২-২৩ এপ্রিল জলবায়ু নিয়ে ‘লিডারস সামিট অন ক্লাইমেট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জন কেরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে শেখ হাসিনাকে ‘লিডারস সামিট অন ক্লাইমেট’ সম্মেলনে অংশগ্রহনের জন্য আমন্ত্রণপত্র তুলে দিবেন। ‘লিডাসর সামিন অন ক্লাইমেট’ এ বিশ্বের ৪০ জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, জন কেরির সফরে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হবে। সেই সঙ্গে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এখন পর্যন্ত বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিয়েছে তা জানানো হবে। বাংলাদেশ মনে করে জলবায়ু অভিযোজনই বা এর সঙ্গে মানিয়ে নেয়াই যথেষ্ট নয়, বরং জলবায়ুর উপর বিরূপ প্রভাব কমিয়ে নিয়ে তা নিরসন করা প্রয়োজন।

 

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

অগ্নিসংযোগের মামলা থেকে সাবেক উপমন্ত্রী দুলুর মুক্তি

ডিবি পরিচয়ে সাভারে সয়াবিনবোঝাই ট্রাক ছিনতাই

সেকশন