বাগেরহাট প্রতিনিধি
পিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু মাতলুব (৩০) ও তাঁর সহযোগী একরামুল হক রাজীব (৩৪)। এর মধ্যে আবু মাতলুব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, আওয়ামী লীগ নেতা শেখ আবু সাইদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে তাঁর রাইস মিলে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ছেলে আবু মাতলুব ও সহযোগী একরামুল হক রাজীবকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটকদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।