বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের পৌর মেয়র মাজেদুল বারী নয়নের গুদাম থেকে ৩ হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সাতটার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া বাজারে মেয়রের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে এই তেল জব্দ করা হয়।
তবে মেয়রের দাবি, মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি তাঁর ম্যানেজারের নিকট ইজারা দিয়েছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫ এর নাটোর অফিস এই অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে সয়াবিন মজুতের অভিযোগ এবং বোতলজাত সয়াবিন খোলা সয়াবিন হিসেবে বেশি দামে বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাশের মামুন স্টোরকেও একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও নয় কার্টন তেল জব্দ করে খোলা বাজারে বিক্রি করা হয়।
র্যাব-৫ এর নাটোর অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌখড়া বাজারে মেয়র মাজেদুল বারী নয়নের মালিকানাধীন মেসার্স নয়ন ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর গোডাউন থেকে তিন হাজার লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করা হয়। পরে সেগুলো উপস্থিত ক্রেতাদের সামনে খোলা বাজারে সরকার-নির্ধারিত ১৬০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সারা দেশে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নাটোরে অভিযান পরিচালনা করা হয়েছ। এ ধরনের অভিযান অব্যাহত আছে। ছোট-বড় সব প্রতিষ্ঠানেই এই অভিযান চালানো হবে।
মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠানটি ম্যানেজারের নিকট লিজ প্রদান করেছি। তাই এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
এলাকায় সয়াবিনের সংকটের সময় নজরদারির ব্যাপারে মেয়র বলেন, ‘নিয়মিতই করা হচ্ছে। এটা পাইকারি দোকান। তাই এখানে মজুতের বিষয়টা যথার্থ নয়।’