হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনিতে অগ্নিকাণ্ডে মুন্না আজিজ বাবু (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার খনির অভ্যন্তরে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্না আজিজ জয়পুরহাট সদরের খঞ্জনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কয়লাখনির মার্কেটিং বিভাগে অপারেটরের দায়িত্বে ছিলেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, আজ দুপুরের দিকে খনির অভ্যন্তরে শ্রমিকদের আবাসিক ভবনের ২০৫ নম্বর রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখেন শ্রমিকেরা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মুন্না আজিজ বাবু পড়ে আছেন। অগ্নিকাণ্ডে তাঁর রুমের বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।

এ সময় দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

খনির ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মোহাম্মদ ছানাউল্লাহ বলেন, মুন্না আজিজ বাবু ১৯ বছর ৬ মাস ধরে খনিতে কর্মরত ছিলেন। আজকে তাঁর ডিউটি ছিল না, ঘরে একাই ছিলেন। ধোঁয়া দেখতে পেয়ে শ্রমিকেরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে, তার সঠিক কারণ জানা যায়নি।

ত্রিশাল বাসস্ট্যান্ড: অবৈধ যান ও বাজারে যানজট মহাসড়কে

হাতে ওয়াকিটকি নিয়ে চাঁদাবাজি, ২ ভুয়া ডিবি-এনএসআই সদস্য আটক

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ছাত্রলীগ নেতার ভেবে জামায়াত নেতার মাছ লুট: বিএনপির দুজন বহিষ্কার

তানজিমের মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে ফুসফুস ক্ষতবিক্ষত করা হয়: চার্জশিট

বনশ্রীতে ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

সাফারি পার্কের দেয়াল টপকে বেরিয়ে গেছে নীলগাই

অধ্যক্ষের অপসারণ দাবি, রাজশাহী নার্সিং কলেজের প্রশাসনিক ভবনে তালা

সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

সেকশন