হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪: ৩২
নিহত মিজানুর রহমান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার নন্দীগ্রামে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান (৩৮) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নন্দীগ্রাম-দেওগ্রাম সড়কের ভুস্কুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মিজানুর রহমান নন্দীগ্রাম উপজেলার দাড়িয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিজানুর রহমান মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। ভুস্কুর বাজার এলাকায় বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান।

ওসি আরও বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পরপর ভটভটি পালিয়ে গেছে।

রেলপথে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

প্রাণের ৫৫ লাখ টাকা ছিনতাই, মামলা নিয়ে দুই থানায় ঠেলাঠেলি

বরিশাল নগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

বগুড়া বিমানবন্দর পরিদর্শন করলেন বিমানবাহিনীর প্রধান

সেকশন