প্রতিনিধি (ঢাকা) উত্তরা
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ খ্যাত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে খিলক্ষেতের লো-মেরেডিয়ান হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জসিম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান।
এ বিষয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রয়েছে। বাড্ডা থানা পুলিশ জসিমকে গ্রেপ্তার করতে আমাদের কাছে সহযোগিতা চাইলে, আমরা বাড্ডা থানা–পুলিশকে সহযোগিতা করি। গ্রেপ্তারের পর তাঁকে বাড্ডা থানা পুলিশ নিয়ে গেছে।’
অপর দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ২১ নভেম্বর বাড্ডা থানায় একটি মারামারির মামলা হয়। মামলা নম্বর ১৬। ওই মামলার ২১ নম্বর আসামি জসিম। তাঁকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’