হোম > সারা দেশ > ঢাকা

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা, উভয় পক্ষের আহত ১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও ঢামেক প্রতিবদেক

আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ২১: ৫১
মতিঝিলে আদিবাসীদের ওপর স্টুডেন্টস ফর সভারেন্টির হামলায় আহত এক শিক্ষার্থীকে ভ্যানে হাসপাতাল নেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখাকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র দাবি, তাদের ওপরই হামলা হয়েছে। এতে সংগঠনের ৯ কর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আহত ১০ জন হলেন শ্রেষ্ঠা রূপাইয়া, ইসাবা শুহরাত, রেংইয়ং ম্রো, ফুটন্ত চাকমা, ধনজেত্রা, অনন্ত ধামায়, জুয়েল মারাক, শৈলী, দনওয়াই ম্রো ও তনিচিরাং।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘দশজন আহত হয়ে জরুরি বিভাগে এসেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দযুক্ত একটি গ্রাফিতি যোগ করলে এর প্রতিবাদ জানিয়ে তা বাদ দেওয়াসহ ৫ দফা ঘোষণা দেয় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’। পরে সরকার আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতিটি পাঠ্যবইয়ের পিডিএফ কপি থেকে সরিয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয় ‘বিক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ প্ল্যাটফর্ম। অন্যদিকে ৫ দফার পূর্ণ বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সকাল থেকে এনসিটিবি ভবনের আশপাশে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১টার দিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ মতিঝিলে এনসিটিবি সামনে পৌঁছায়। এ সময় আগে থেকে সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র ব্যানারে অবস্থান করা ব্যক্তিরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ তাঁদের মাঝখানে অবস্থান নেয়। তারপরও দুই পক্ষের মধ্যে এক দফা হাতাহাতি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও একপর্যায়ে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র অবস্থান থেকে একটি দল লাঠিসোঁটা নিয়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র ওপর চড়াও হয়।

বেদম পিটুনিতে আদিবাসী ছাত্র জনতার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পরে তাঁদের দৈনিক বাংলা মোড়ের দিকে চলে যেতে দেখা যায়। ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র সদস্যরা লাঠিসোঁটা নিয়ে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নেন।

এদিকে হামলার ঘটনায় স্টুডেন্ট ফর সভারেন্টির ১৬ জন আহত হয়েছেন দাবি করা হলেও গণমাধ্যমে ৯ জন আহতের তালিকা পাঠান সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক। তাঁরা হলেন আরিফুল খবির, শওকত, আব্বাস, রাজন হোসেন, ওয়াফী, মনোয়ার, নুহান, জিহাদ ও সজীব।

বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার পক্ষে মিছিলে যাওয়া অপূর্ব চাকমা বলেন, ‘মতিঝিল মেট্রো স্টেশনের নিচে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক সংগঠনের সদস্যদের সঙ্গে আমাদের মুখোমুখি অবস্থান হয়। আমরা মেট্রো স্টেশনের নিচে অবস্থান করার সিদ্ধান্ত নিই। পরে তাঁরা আমাদের ওপর হামলা চালান। আমরা বিচার দাবি করছি, দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করছি।’

মতিঝিলে পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলা। ছবি: আজকের পত্রিকা

এদিকে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনা অস্বীকার করে স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এনসিটিবি ঘেরাওয়ের পূর্বঘোষিত কর্মসূচি ছিল আমাদের। অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে, তার জন্য রাজু ভাস্কর্য থেকে শুরু না করে দৈনিক বাংলা ও আশপাশে সবাইকে অবস্থানের কথা বলি। কর্মসূচি শুরুর পর এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে আমাদের ছয় প্রতিনিধি সাক্ষাৎ করেন। তাঁরা আমাদের সব দাবি মেনে নেন। আমরা এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নামার সময় শুনি, উপজাতিরা আমাদের ওপর হামলা করেছে। পুলিশ ব্যারিকেড ভেঙে তাঁরা আমাদের ওপর হামলা করেন।’

ঘটনার বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী আজকের পত্রিকাকে বলেন, দুটি পক্ষ মতিঝিলে পাঠ্যপুস্তক ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার চেয়ে সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির বিজ্ঞপ্তি

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক কমিটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলেছে, মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের সংগঠনের হামলায় বিভিন্ন জাতিসত্তার নাগরিকেরা মারাত্মক আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাকে যাঁরা হামলা করে বাধাগ্রস্ত করতে চান, তাঁদের অতিসত্বর আইনের আওতায় আনতে হবে। ভিডিও ফুটেজ তদন্ত করে এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

কুমিল্লায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

অগ্নিসংযোগের মামলা থেকে সাবেক উপমন্ত্রী দুলুর মুক্তি

ডিবি পরিচয়ে সাভারে সয়াবিনবোঝাই ট্রাক ছিনতাই

গভীর রাতে চট্টগ্রামে চেকপোস্ট পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

সেকশন