মাদারীপুর প্রতিনিধি
একাধিক নারীর সঙ্গে মদ্যপ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় মাদারীপুরের রাজৈরে দুই উপসহকারী পুলিশ পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। গত সোমবার তাঁদের ক্লোজড করা হলেও আজ (বুধবার) বিষয়টি জানাজানি হয়।
অভিযুক্তরা হলেন উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান (৪২) ও স্বপন অধিকারী (৪৫)।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই দিন আগে রাজৈর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীকে ক্লোজড করা হয়েছে। তাদের মদপান করে নারীকে নিয়ে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় ক্লোজড করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
একাধিক সূত্রে জানা গেছে, রাজৈর থানার দুই উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও ক্লিপ এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, তাঁরা একটি টিনশেড ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন।
একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এ সময় সিগারেটের ধোঁয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছেন। সেখানে খাটে বসে তাঁদের সঙ্গে নারীদের নৃত্য উপভোগ করছেন উপজেলা যুবলীগ কর্মী রাহাত হোসেনও। এই ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার রাতে তাঁদের ক্লোজড করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক বলেন, ‘এই বিষয়টি আমি শুনেছি। সবকিছু জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, ‘পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খলা মেনে কাজ করে। ইতিমধ্যে যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয়। কোনোভাবেই এটা কোনো পুলিশ সদস্য করতে পারে না। তাৎক্ষণিক অভিযুক্তদের পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’