হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, কমেছে ভর্তি ফি

খুলনা প্রতিনিধি

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি. আর্ক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

এর আগে গত ১১ জানুয়ারি চার বছর পর স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি. আর্ক কোর্সের ভর্তি পরীক্ষা কুয়েটসহ ১১টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার ৫২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। যার শতকরা হিসেবে উপস্থিতির হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।

মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৯৯৩৩ পর্যন্ত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মেধাস্থানপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে লিংকে প্রবেশ করে ‘Online Choice From’–এর প্রয়োজনীয় তথ্য পূরণ করে বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

১ম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং ইউআরপি বিভাগে মেধাক্রম ১ থেকে ১০২০ পর্যন্ত, আর্কিটেকচার বিভাগে মেধাক্রম ১-৪০ পর্যন্ত, বান্দরবান জেলা মেধাক্রম ১ এবং পার্বত্য চট্টগ্রাম ও অন্যন্য মেধাক্রম ১-৪ স্থান অর্জনকারীকে আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া মেধাতালিকা (২য় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ৯ মার্চ রোববার এবং মেধাতালিকা (৩য় বার) থেকে ভর্তি (প্রয়োজন সাপেক্ষে) ১৫ এপ্রিল মঙ্গলবার ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। ১ম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং একাডেমিক ক্লাস শুরু হবে ২৭ এপ্রিল।

তথ্যমতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগে ৬০, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ৬০, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এদিকে গত বছর শিক্ষার্থীদের ভর্তি ফি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। কিন্তু শিক্ষার্থীদের আর্থিক বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় এবারের ভর্তি ফি কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

পাউবোর পাইপ চুরি, গ্রেপ্তার ৩

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা আমলের স্লোগান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

জাপানি কোম্পানির সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে বেবিচক

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ১৭ বছর পর কারামুক্ত

লিটনের পরিত্যক্ত বাসায় ‘সমন্বয়ক’ পরিচয়ে কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি

সেকশন