হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের জন্য রাখা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমারে পাচারের জন্য রাখা ভোজ্যতেল, আটা, চিনি, রসুনসহ বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ করেছে র‍্যাব। এ সময় পাচারে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শনিবার র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহরের মাঝেরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার আবু তাহের (৫০), টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মো. তৈয়ব (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালীর কাহারঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে কবির আহমদ (৫৩)। 

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গতকাল মধ্যরাতে মাঝেরঘাট এলাকায় খুরুশকূল ব্রিজের দক্ষিণ পাশে গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারে পাচারের জন্য ভোগ্যপণ্য মজুত করছে—এ খবরে র‍্যাব অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহজনক চার-পাঁচ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যান।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, স্থানীয় একটি বাসা থেকে ২ হাজার ১২০ লিটার সয়াবিন তেল, ৮৫০ কেজি আটা, ৭৫০ কেজি চিনি, ৪৮০ কেজি রসুনসহ ভোগ্যপণ্য জব্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিদের বরাতে র‍্যাবের অধিনায়ক বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যে বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে পণ্য সরবরাহ বন্ধ থাকায় সেখানে খাদ্যসংকট দেখা দিয়েছে। সীমান্তের যুদ্ধপরিস্থিতির/////// মধ্যেও পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন পয়েন্ট দিয়ে খাদ্যপণ্য পাচার করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে। 

উল্লেখ্য, র‍্যাব কক্সবাজার সদর, উখিয়া, রামু ও টেকনাফে কয়েক দফা অভিযান চালিয়ে ভোগ্যপণ্য ও জ্বালানি তেল জব্দ করে। পাচারে জড়িত ১৬ জনকে আটক করা হয়।

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

জবি শিক্ষার্থীদের আবাসিক ভাতা প্রদানে কমিটি গঠন

হামলা মামলায় রাজশাহী ছাত্রলীগের সাবেক নেতা অমি গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

জবিতে সার্টিফিকেট তুলতে আসা ছাত্রীকে হেনস্তা, মুচলেকা নিল প্রশাসন

রাবিতে পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষককে অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ

কিশোরগঞ্জে ২ দিন ধরে পানি নেই হাসপাতালে, রোগীদের ভোগান্তি চরমে

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাদের খান মারা গেছেন

সেকশন