হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এমপি শরিফুলের স্ত্রী মোহসীনার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭: ৪৬
প্রতীকী ছবি

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মোহসিনা আকতারের বিরুদ্ধে ইতিমধ্যে ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। উক্ত মামলার অভিযোগ তদন্তাধীন। তাঁর অবৈধ সম্পদের মধ্যে বগুড়া পৌরসভা ও বগুড়া সদরের পাঁচটি দাগে জমি রয়েছে। এ ছাড়া ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া প্রধান ডাকঘর ও জেলা সঞ্চয় অফিসে তাঁর হিসাব রয়েছে। এসব হিসাবে আড়াই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে।

আবেদনে আরও বলা হয়, মোহসীনা এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর ও বিক্রির চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ কারণে তাঁর স্থাবর সম্পদ (জমি) ক্রোক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

বরিশাল নগরে গৃহকর: ঘুষ দিলে মাপা হয় না ঘর

উখিয়ায় রেস্তোরাঁর ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট

সেকশন