হোম > সারা দেশ > রাজশাহী

৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ১১: ২৪
রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ছবি: সংগৃহীত

প্রায় চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী-চিলাহাটি রুটে চলাচলকারী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটিকে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরই বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। যাত্রীরা স্টেশনে-ট্রেনে অপেক্ষা করছিলেন।

হত্যা মামলায় সিরাজগঞ্জে আ.লীগ নেতা রাখালের ১ দিনের রিমান্ড

আদালতে হাজিরা শেষে যশোরে আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল

আগৈলঝাড়ায় ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

খেলার মাঠ উদ্ধারের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

সেকশন