নিজস্ব প্রতিবেদক, বরিশাল
জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ এ শ্রমিকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আজ শনিবার বরিশাল নগরে দুটি সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। শ্রমিক ফ্রন্ট এবং গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সমাবেশে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বিচার দাবি এবং আহতদের ক্ষতিপূরণ ও বকেয়া পরিশোধের দাবি জানায়।
শ্রমিক ফ্রন্টের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি, আহতদের চিকিৎসা ব্যয় ও যথাযথ ক্ষতিপূরণসহ শ্রমিকদের সকল বকেয়া বেতন-বোনাস ও ওভারটাইমের পাওনা টাকা পরিশোধের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, ভোলার গ্যাস রক্ষায় নাগরিক আন্দোলনের ভোলা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, সিপিবি ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন।
অপরদিকে গনসংহতি আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।
সমাবেশে বক্তারা বলেন, বরিশালে ফরচুন সুজ কোম্পানির মালিক শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের হকের টাকা না দিয়ে দুই মাসের বেতন বকেয়া রেখেছে। অথচ কোটি কোটি টাকা ক্রিকেট দলের ফ্রাঙ্কাইজ স্বত্ব কিনতে ব্যয় করেছে। ওভারটাইমের মজুরি না দিয়ে ১০-১২ ঘণ্টা খাঁটিয়ে মাসের পর মাস শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের শোষণ করেছে। দুই মাস শ্রমিকদের মজুরি পরিশোধ না করে এক মাসের অর্ধেক মজুরি দিয়ে শ্রমিকদের ক্ষুব্ধ করে আনসার দিয়ে হামলা করানোর উসকানি দেওয়ার সঙ্গে জড়িত ফরচুনের মালিকপক্ষের ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানা নানান নেতৃবৃন্দ।