কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মণ ছোট প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে কলাপাড়া থানার পুলিশ। আজ শুক্রবার ভোরে শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়।
পরে আজ বেলা ১১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) বঙ্গবন্ধু কলোনির বাসিন্দাদের মধ্যে এসব মাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও কলাপাড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় মাছ পরিবহনের দায়ে ছাত্তার (৩৫) নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।