হোম > সারা দেশ > বরিশাল

নদীতে নিখোঁজ মতিঝিল আইডিয়ালের ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। 

তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। 

উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন