হোম > সারা দেশ > বরিশাল

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ৬ লাখ টাকা ছিনতাই 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর ছয় লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত ব্যবসায়ীর নাম আবুল কাসেম মোল্লা (২৫)। তিনি কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী এবং ওই এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে।

আজ শুক্রবার দুপুরে আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে আজ বিকেলে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাসেম গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। ওই সময় বাড়ির সামনে ধারালো অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে নগদ ছয় লাখ টাকা ছিনতাই করে। পরে তাঁকে ধানখেতে ফেলে যায়। ছেলের বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা রাহিমা বেগম তাঁকে খুঁজতে থাকেন। 

পরে ধানখেতে মোবাইলের আলো দেখে মা ও তাঁর মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যান। তাঁরা আবুল কাসেমকে রক্তাক্তা অবস্থায় দেখতে পান। উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, ‘আমার ভাই গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লাখ টাকা তোলে। এদিন রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিল। পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়েছে।’ 

আবুল কাসেমের মা রাহিমা বেগম কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে। মুই এইয়ার বিচার চাই।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

সেকশন